কালীগঞ্জে যাকাতুল ফিতর প্রোগ্রাম অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধিঃ  লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আজ বৃহস্পতিবার  ২৩ মে মদাতী  ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্থানীয় সংস্থা প্রফিট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মুসলিম এইড ইউকে এর আর্থিক সহযোগিতায় যাকাতুল ফিতর প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে  মদাতী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে যাকাতুল ফিতর প্রোগ্রামে গরিব,অসহায় ও সুবিধা বঞ্চিত ১০০ পরিবারের  মাঝে নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
রমজান ও যাকাতুল ফিতর এর তাৎপর্যপূর্ণ গুরুত্বারোপ করে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিতরণ অনুষ্ঠানের  প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রবিউল  হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম এইড বাংলাদেশ,কান্ট্রি অফিস, ঢাকা, প্রোগ্রাম ম্যানেজার, মোঃ আবদুর রহিম।
এসময় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আক্তার বানু, মুসলিম এইড বাংলাদেশ , মনিটরিং অফিসার, খান মোঃ
তারিকুজ্জামান, মুসলিম এইড বাংলাদেশ রিজিওন্যাল ম্যানেজার আবুল হাসান প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মোঃ নুরুজ্জামান আহমেদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পিএফ  প্রোগ্রাম অফিসার শাহানাজ বেগম ও জয়নুল আবেদীন। যাকাতুল ফিতর  প্রোগ্রামে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র  প্রতিবন্ধী,বিধবা, এতিম ও সুবিধা বঞ্চিত ১০০ টি পরিবারকে নগদ ১০০০  টাকা করে মোট ১ লক্ষ টাকা বিতরণ সম্পাদন করে।
এ সময় প্রধান অতিথি ও  অন্যান্য অতিথি বৃন্দ এ কার্যক্রমের প্রশংসা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.