কালীগঞ্জে বালু উত্তোলনের দায়ে ৫০হাজার টাকা জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শিয়ালখাওয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে  জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার ২৫ এপ্রিল  সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাহী কমিশনার (ভূমি) আবু সাঈদ এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বালু উত্তোলনকারী মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বালু উত্তোলনকারী শিয়ালখোওয়া গ্রামের মৃত মজিবরের ছেলে হজরত আলী।
এলাকাবাসী জানায়, ড্রেজার মালিক হজরত আলী সহ একটি চক্র শিয়ালখোওয়া নদী থেকে অবৈধভাবে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিলেন।
একই দিনে তুষভান্ডার বাজারে যতিন এন্ড সন্সে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশের কারনে ১০ হাজার টাকা জরিমানা করেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কমিশনার (ভূমি) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.