কালীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত

লালমনিরহাট প্রতিনিধি: খাদ্যের কথা ভাবলে, পু্ষ্টির কথা ভাবুন” এ শ্লোগানকে সামনে রেখে আজ ২৩ এপ্রিল মঙ্গলবার জাতীয় পুষ্টি সপ্তাহ-১৯ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে লালমনিরহাট জেলার কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। সকালে  একটি র‍্যালি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও স্বাস্থ্য কমপ্লেক্সের এসে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলাা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আবু সাঈদ,বিশেষ অতিথি ছিলেন,প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম,কমিউনিটি পুলিশিং এর সভাপতি মিজানুর রহমান,ভেটেনারি সার্জন ডাঃ মো ফেরদৌসুর রহমান,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রশিদা ইয়াসমিন।

আলোচনা সভায় কোন খাদ্যে কোন  পু্ষ্টিরগুন আছে এবং  স্বল্প মূল্যে কিভাবে পুষ্টিকর খাদ্য পাওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হয়। এ ব্যপারে সর্ব সাধারনকে অবহিতকরণ করার আহবান জানা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.