কার্পাসডাঙ্গায় দখলকৃত অবৈধ স্থাপনা কয়েক দখলদার দখল ছাড়তে নারাজ : অভিযানের দাবী 

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পিছনে কয়েক দিনের ব্যবধানে বেশ কয়েকজন দখলদার মিলে জায়গা দখল করে অবৈধ টিনের স্থাপনা নির্মান করে।
বিষয়টি বিটিসি নিউজ সহ দৈনিক মাথাভাঙ্গা পত্রিকা সহ স্থানীয় বিভিন্ন পত্রিকায় গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশিত হলে গত ১৩ জানুয়ারী দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এসময় ৩১ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ও বাকি ১৫ টি অবৈধ স্থাপনা ৪ দিনের ভিতর সরিয়ে নেবার নির্দেশ প্রদান করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।প্রভাবশালী দখলদারদের বিরুদ্ধে অবৈধ স্থাপনা উচ্ছেদ  পরিচালনা করায় উপজেলা জুড়ে প্রশংসায় ভাসেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
উচ্ছেদকৃত অবৈধ স্থাপনার টিন বাঁশ ইতিমধ্য সরিয়ে নিচ্ছেন দখলদাররা।বাকি ১৫ টা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আজ রোববার পর্যন্ত সময়সীমা বাঁধার কারনে আজ রোববার দুপুরে আকস্মিক পরিদর্শনে আসেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। এসময় তিনি দেখতে পান অনেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেননি।
এ সময় তিনি কঠোর হুশিয়ারী দেন আগামীকালের ভিতরেই অবৈধ স্থাপনা সরিয়ে নেবার জন্য। অনেকে সন্ধ্যার ভিতরে  দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে দ্রুত সরিয়ে নেন তাদের অবৈধ স্থাপনা।
তবে গুটি-কয়েক ব্যক্তি তারা যেন যেকোন উপায়ে দখল ধরে রাখতে মরিয়া। তারা অবৈধ স্থাপনা না ভেঙ্গে তা দখলে রাখতে নানান ফন্দি ফিকির করছে।দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অমান্য কারী গুটি-কয়েক এ ব্যক্তির অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ তাদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন সচেতন মহল সহ এলাকাবাসী।
তাদের দাবী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পিছনে এ দোকানগুলোর পাশে ফলের দোকান,হোটেল সহ আরো কয়টি স্থাপনা রয়েছে। এ কটি উচ্ছেদ করলে পুরো এলাকাটা দখলমুক্ত হবে। সেই সাথে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পাশে,সামনে, কোমরপুর অভিমুখে ব্রীজ মোড়ের দুপাশের, সাইকেল বাজারে,কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সেপটিক ট্যাংকের উপর, হাইস্কুলের সামনে সব অবৈধ স্থাপনা ধারাবাহিক অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলোদখলদারদের হাত থেকে দখল মুক্ত করতে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল।
কার্পাসডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পিছনে অবৈধ সকল স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী সহ সচেতন মহল।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন – অবৈধভাবে যা দোকান- পাট বসিয়ে ব্যবসা বানিজ্য করছেন, আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চায় তারা যেন দ্রুত অপসারণ নিবেন। গুটি- কয়েক ব্যক্তির নিকট আমরা মাথানত করবো না। অভিযান অব্যাহৃত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.