কামালিয়ারচরে বাসচাপায় প্রাণ গেল মামা-ভা‌গ্নের

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কামালিয়ারচর এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি বাস মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজন নিহত হন। ‌নিহতরা মোটরসাই‌লে বা‌জিতপুর যা‌চ্ছি‌লেন।
নিহতদের একজনের নাম আশরাফুল ইসলাম মামুন (২৫)। তার বাবা বাজিতপুরের কৈলাগ ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার বাহারুল ইসলাম উষ্টু।
অন্যজন ২২ বছরের লাদেন। তার বাবা আব্দুল্লাহ আল রাজীব ওরফে মোতালিব পল্লী চিকিৎসক। লাদেন ও মামুন সম্পর্কে আপন মামা-ভাগ্নে।
পরিবার সূত্র জানায়, মামুন পাসপোর্ট আনতে ভাগ্নে লাদেনকে নিয়ে মোটরসাইকেলে চড়ে কিশোরগঞ্জে যাচ্ছিলেন।
এসময় ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা।লাদেন সিলেটের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ত। মামুন তার এলাকায় ব্যবসা করত। তার কোরিয়ায় যাওয়ার সবরকম প্রস্তুতি ছিল। উভয়ের মরদেহ কটিয়াদী হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
সেখান থেকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। 
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কিশোরগঞ্জ প্রতিনিধি মো. সেলিম রেজা ফারুক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.