কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলায় ১০ শিক্ষার্থী নিহত

(কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলায় ১০ শিক্ষার্থী নিহত–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আফগান সরকারের একটি সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছে।

আজ সোমবার (০২ নভেম্বর)  একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়ে বন্দুকধারীরা।

ফেথুল্লাহ মোরাদি নামের ওই প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তারা সামনে যত শিক্ষার্থী পেয়েছে তাদের গুলি করেছে।কয়েকজন বন্ধুর সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে বেরিয়ে যেতে পেরেছেন বলে জানান মোরাদি।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণের পর হামলা শুরু করে বন্দুকধারীরা।নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের একজন সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, অন্তত ১০ জন শিক্ষার্থী নিহত এবং আরও অনেকে আহত হয়েছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। আফগান গণমাধ্যম জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে একটি বইমেলার প্রস্তুতি চলছিল।

ওই বইমেলায় দেশী-বিদেশী বহু প্রকাশক অংশ নিয়েছিল। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি আফগান কর্মকর্তারা।

এদিকে গতকাল রবিবার (০১ নভেম্বর) ইরানের আধা-সরকারী বার্তা সংস্থা ইসনা জানায়, ইরানের রাষ্ট্রদূত বাহাদোর আমিনিয়ান ও কালচারাল অ্যাটাচে মোজতাবা নুরাজি ওই বইমেলা উদ্বোধন করার কথা রয়েছে। এই মেলায় প্রায় ৪০টি ইরানি প্রকাশনী সংস্থা অংশ নেয়ার কথা ছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.