কসোভোর দ্বিতীয় নারী প্রেসিডেন্ট ভিজোসা ওসমানি

(কসোভোর দ্বিতীয় নারী প্রেসিডেন্ট ভিজোসা ওসমানি–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কসোভোর সাবেক স্পিকার ভিজোসা ওসমানিকে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। গতকাল রবিবার (০৪ এপ্রিল) দেশটির পার্লামেন্টের সদস্যরা ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করে। পরে তিনি পার্লামেন্টে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
আগামী পাঁচ বছর দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ৩৮ বছর বয়সী এ নারী রাজনীতিক। যুদ্ধোত্তর কসোভোর সপ্তম এবং দ্বিতীয় নারী প্রেসিডেন্ট ভিজোসা ওসমানি।
কসোভোর পার্লামেন্টের আসন সংখ্যা ১২০টি। নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে পার্লামেন্টে টানা দুদিন ধরে বিশেষ অধিবেশন চলে। তৃতীয় দফা ভোটাভুটিতে ৭১ জন পার্লামেন্ট সদস্য ভিজোসা ওসমানির পক্ষে ভোট দেন। বাতিল হয় ১১টি ভোট। এ ছাড়া দুটি বিরোধী দল এবং জাতিগত সার্বীয় সংখ্যালঘু দল এই ভোটাভুটি বয়কট করে।
গত নভেম্বরে প্রেসিডেন্ট পদ থেকে হাশিম থাচি পদত্যাগ করলে সাময়িকভাবে ওই পদে আসীন হন ভিজোসা ওসমানি। হাশিম থাচি কসোভোর স্বাধীনতাযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। (সূত্র: আল জাজিরা)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.