কলকাতার রাস্তা জুড়ে নাট্যকর্মীরাও মিছিলে পা মেলালেন 

কলকাতা প্রতিনিধি: রাসবিহারী থেকে সিএবি এনআরসি, জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং জেএনইউের ছাত্রছাত্রীদের ওপর আক্রমণের বিরুদ্ধে কলকাতার রাস্তা জুড়ে বিদ্যজনেদের মিছিলে পা মিলিয়ে ছিলেন বহু নাট্যকর্মী, কবি, সাহিত্যিক, চিত্রশিল্পী, সঙ্গীতশিল্পী এবং আরও বহু কলাকুশলীরা ৷
মিছিলে সামিল হয়েছিল বহু ছাত্রছাত্রী ৷ তারা ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিদ্যালয় থেকে ৷  ব্যবহার হয়নি কোন রাজনৈতিক দলের পতাকা ৷ ছিল সিএবি, এনআরসি, বিরুদ্ধে স্লোগান এবং ব্যানার ৷ ছিল জামিয়া মিলিয়া এবং জেএনইউের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান এবং পোস্টার ৷
বহু পৌঢ় বুদ্ধিজীবী আজ সূর্যের তীব্র রশ্মিকে উপেক্ষা করে এই মিছিলে পা মিলিয়েছেন ৷ তাঁরা জানিয়েছেন শুধুমাত্র গণতন্ত্রকে বাঁচানোর তাগিদে এবং সংবিধানের মর্যাদা রক্ষার্থে  তাঁরা রাস্তায় নেমেছেন ৷ রাস্তায় নেমেছেন সেইসব উত্তরসুরিদের ওপর আক্রমণের বিরোধিতা করতে ৷
এই নাট্য ব্যক্তিত্বদের এবং বিদ্যজনেদের প্রতি  রাজ্য  বিজেপি সভাপতি দিলীপ ঘোষের লাগামছাড়া কটূক্তিতে রাজনৈতিক মহল নিন্দায় মুখর হয়েছেন ৷ তিনি বুদ্ধিজীবীদের পরজীবী বলে কটাক্ষ করেছন ৷ বলেছেন শয়তান ৷  বিদ্যজনেদর প্রতি এইরূপ অশালীন উক্তিতে তাঁরা বলেছেন ” যিনি একথা বলেছেন ইদানীং তিনি এমন ধরনেরই কথা বলতে অভ্যস্ত হয়ে উঠেছেন ” তাঁরা আরও বলেছেন ” একজন নির্বাচিত সাংসদ  , একটা রাজনৈতিক দলের মুখপাত্রের ভাষা এমন হওয়া সমীচীন নয় ” ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.