করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, আবারও দ্বিগুণ মৃত্যু : মৃতের সংখ্যা প্রায় ৯২ হাজার

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৫৩৬ জন প্রাণ হারিয়েছে। যা আগের দিনের তুলনায় দ্বিগুণের বেশী।

গতকাল মঙ্গলবার (১‘৯ মে) রাত সাড়ে ৮ টা পর্যন্ত জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কোভিড- ১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৯১ হাজার ৮৪৫ জনে দাঁড়িয়েছে। সেইসঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ লক্ষ ছাড়িয়ে গেছে।

গত সোমবার দেশটিতে ২৪ ঘণ্টায় মারা যাওয়ার সংখ্যা ছিল ৭৫৯ জন। এর আগের দিনেও করোনায় মৃতের সংখ্যা ছিল হাজারের নিচে। তবে নতুন করে দেশটিতে ফের মৃতের সংখ্যা দ্বিগুণ বাড়লো।

বৈশ্বিক এ মহামারিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের ও আক্রান্তের সংখ্যা অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশী। এএফপি, জনস হপকিন্স ইউনিভার্সিটি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.