আগামী সপ্তাহ থেকে খুলে যাচ্ছে আল-আকসা মসজিদ

ফাইল ছবি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আগামী সপ্তাহ থেকে খুলে দেয়া হচ্ছে জেরুজালেমে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রায় ২ মাস আগে এটি বন্ধ করে দেয়া হয়েছিল ।

কাউন্সিল অব ইসলামিক ওয়াকফ এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি করোনা সংক্রমণ কম হওয়ার ঈদ-উল-ফিতর শেষে মসজিদটি খুলে দেয়া হবে। মসজিদের বহিরাঙ্গনে নামাজের অনুমোদন দেয়া হলেও, ভেতরে প্রবেশের অনুমোদন দেয়া হবে কিনা তা এখনো নিশ্চিত নয়।

মসজিদুল আকসার খুলে দেয়ার বিষয়ে পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.