করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন সংগীতশিল্পী লিপি সরকার

হবিগঞ্জ প্রতিনিধি: করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মারা গেলেন নরসিংদী বেলাব উপজেলা জনপ্রিয় সংগীতশিল্পী লিপি সরকার।

আজ সোমবার (২০ জুলাই) সকালে করোনার সাথে লড়াই করে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, মরহুম ওস্তাদ আলাউদ্দিন সরকার এর কন্যা সংগীতশিল্পী লিপি সরকার। তিনি দীর্ঘদিন থেকে লিভার ও কিডনী রোগে ভুগছিলেন। প্রায় ১০ দিন আগে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল হসপিটালে ভর্তি হন। সেখানে করোনাভাইরাস কোভিড-১৯ পরীক্ষার করালে রিপোর্ট পজিটিভ আসে।

আরও জানা যায়, স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরত্ব নিশ্চিত করে নিজে এলাকায় দাফন কাফন সম্পন্ন করা হবে।

বাউল শিল্পী লিপি সরকার এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে মৌলভীবাজার  শাহ মোস্তফা বাউল শিল্পী গোষ্ঠী’র সভাপতি শেখ জাহাঙ্গীর ও সম্পাদকসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.