ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডিমলা থানা পুলিশ

নীলফামারী প্রতিনিধি: এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। ১৯৭১ সালের ৭ মার্চের এ ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেন। তার এ ভাষণ ছিল জাতিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত থাকার চূড়ান্ত নির্দেশনা।

সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলায় মঙ্গলবার সকালে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে থানা পুলিশ প্রশাসনের আয়োজনে উপজেলা বিজয় চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) বিশ্ব দেব রায়, এসআই উৎপল চন্দ্র, এসআই রুস্তম আলী, এসআই ওয়াহেদ আলী, এসআই নিসার আলী, এএসআই শাহানুর, এএসআই মোস্তাফিজুর, এএসআই ফুল মামুদ সহ অন্যান্য প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.