এ সড়ক যেন মরণফাঁদ ! থামছে না দুর্ঘটনা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের পানিউমদা কুরাগাঁও নামকস্থানে বেপরোয়া এনা পরিবহনের ধাক্কায় সিএনজি অটোরিক্সার ২ যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন।

আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (১৬ মার্চ) রাত ৮ টায়।

নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের গরু ব্যবসায়ী সামছু মিয়া (৫৫), ও একই ইউনিয়নের সনর মিয়ার ছেলে সুমেল মিয়া (৩৫)।

আহতরা হলেন, সাবেক ইউপি সদস্য জোছনা আক্তার (৫৫), তার ছেলে মাহফুজ (১৩), বুলবুল মিয়া (৪৫)।

স্থানীয়রা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ব ১৫-০৩১৪নং এনা পরিবহনের একটি গাড়ি ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা কুরাগাঁও নামকস্থানে পৌঁছামাত্র অপর দিক থেকে আসা সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দেয়।

এসময় সিএনজিতে থাকা ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো ৩ জন।

পরে উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করলে নবীগঞ্জ বাহুবল সার্কেল এএসপি পারভেজ আলম চৌধুরী ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। দুর্ঘটনা ও নিহতের খবর নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ আলাল মিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.