নোয়াখালী কোম্পানীগঞ্জে কলেজের মসজিদ পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মসজিদ ও ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
আজ সোমবার (১৬ মার্চ) বিকাল ৩টায় কবিরহাট সরকারি কলেজ মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে গেছে।
এর আগে সকালে কোম্পানীগঞ্জ উপজেলা চরপার্বতী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে প্রবাসী সিরাজের বসতঘরসহ ৩টি ঘর পুড়ে গেছে।
কবিরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. আলতাফ উদ্দিন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, পৌনে ৩টার দিকে হঠাৎ করে কলেজ মসজিদে আগুন জ্বলতে দেখেন তারা। তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে অবগত করেন। আগুনের লেলিহান দেখে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মসজিদের ভিতরে থাকা আইপিএস, আলমিরাসহ মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জামিল মিয়া বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.