এসএ গেমসে বাংলাদেশের ফাতেমা, ফেন্সিংয়ে সোনা জিতলেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: একদিনে এসএ গেমসে ভারোত্তোলনে দুটি স্বর্ণ পদক আসার পর সুসংবাদ এলো ফে‌ন্সিং থেকেও। আজ শনিবার (০৭ ডিসেম্বর)  মেয়েদের ব্যক্তিগত সেভার ইভে‌ন্টে সোনা জি‌তে‌ছেন বাংলাদেশের ফা‌তেমা মু‌জিব। চলতি গেমসে এটি সপ্তম সোনা লাল-সবুজদের।

সাউথ এশিয়ান গেমসে এদিন মাবিয়া আক্তার সীমান্ত ও জিয়ারুল ইসলাম ভারোত্তোলনে সোনা জয় করেছেন। ভারোত্তোলনে ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ পদক প্রপ্তির হাসিতে মেতেছেন জিয়ারুল। সকালে টানা দ্বিতীয় আসরে ভারোত্তোলনে সোনা আনেন মাবিয়া আক্তার সীমান্ত। মেয়েদের ভারোত্তোলনে ৭৬ কেজি ওজন শ্রেণিতে সোনার হাসিতে মাতেন গত সাউথ এশিয়ান গেমসেও সোনাজয়ী অ্যাথলেট।

কাঠমান্ডুতে এসএ গেমসের ১৩তম আসরে ভারোত্তোলনের ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ৮০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজিসহ সর্বমোট ১৮৫ কেজি ওজন তুলে শ্রীলঙ্কার বিসি প্রিয়ান্তিকে হারিয়েছেন মাবিয়া।

এই ইভেন্টে রুপা জয়ী প্রিয়ান্তি স্ন্যাচে ৮৩ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজিসহ সবমিলিয়ে তুলেছেন ১৮৪ কেজি। আর ব্রোঞ্জ জয়ী নেপালের পুন তারা দেবী স্ন্যাচে ৭৫ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ৯৭ কেজিসহ সর্বমোট ১৭২ কেজি ওজন তুলেছেন।

গত ২০১৬ সালে এসএ গেমসে শিলং-গুয়াহাটিতে ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ১৪৯ কেজি ওজন তুলে সোনা এনেছিলেন মাবিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.