এমপিওভূক্ত বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচী

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: এমপিওভূক্ত বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ বেসরকারী শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের আয়োজনে শহরের বঙ্গবন্ধু চত্বরে এই অবস্থান কর্মসূচী হয়।
দাবী তুলে ধরে বক্তব্য রাখেন, শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের আহবায়ক নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ওবাইদুর রহমান, যুগ্ম আহবায়ক ও নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবির, বাশিস এর জেলা সভাপতি আনোয়ার জাহান, নবাবগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দল্লাহিল কাফি, চুনাখালি এনায়েতুল্লাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ এন্তাজুল হক, শাহনেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শরিফুল আলম, চাঁপাইনবাবগঞ্জ টিবিএম কলেজের অধ্যক্ষ মোহাঃ আতিকুল ইসলাম, নামোশংকরবাটী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আব্দুল জলিলসহ অন্যরা।
এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অবস্থান কর্মসূচীতে অংশ নেয়। বক্তারা বেসরকারী শিক্ষক-কর্মচারীদের এই দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.