র‌্যাবের হাতে ভূয়া এনজিও পরিচালকসহ ৩ সদস্যকে গ্রেফতার

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: প্রতারণা করে গ্রাহকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী ভূয়া এনজিও’র পরিচালক, মূলহোতাসহ ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হচ্ছে, ভূয়া এনজিও ‘মহানন্দা পল্লী উন্নয়ন সংস্থা’র মূলহোতা ও পরিচালক গোমস্তাপুর উপজেলার কাছিয়াবাড়ীর মৃত মাহাবুবুল আলমের ছেলে মোঃ ওয়াহিদুজ্জামান (৪২), একই এনজিও’র মাঠকর্মী দূর্গাপুরের মোয়াজ্জেম হোসেনের ছেলে মোঃ শিমুল আলী (২৮) ও অফিস সহকারী ঘাটনগরের আনিরুল ইসলামের ছেলে মোঃ ফিরোজ আলী (২৪)।
র‌্যাবের প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ২০ মার্চ রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বোয়ালিয়া ইউনিয়নের কাউন্সিল বাজারের মহানন্দা পল্লী উন্নয়ন সংস্থা  (MPUS) এর অফিস কক্ষ হতে প্রতারক চক্রের মূলহোতা মোঃ ওয়াহিদুজ্জামান, মোঃ শিমুল আলী ও মোঃ ফিরোজ আলী (২৪)কে ১০০ পিচ ভ‚য়া পাশ বই, চেক/লোন রেজিষ্টার-৯টি, বøাংক চেক-৫টি, ৪টি মোবাইল ফোন ও বিভিন্ন প্রকার ৮টি সীল সহ গ্রেফতার করা হয়। এঘটনায় জেলার গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.