এবার ভারত মহাসাগরে টহল দেবে জার্মানি’র যুদ্ধজাহাজ

(এবার ভারত মহাসাগরে টহল দেবে জার্মানি’র যুদ্ধজাহাজ)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারত মহাসাগরে এবার টহলদারী চালাবে জার্মানির যুদ্ধজাহাজ। এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী অ্যানেগ্রেট ক্রাম্প-ক্যারেনবাওয়ার। আগামী বছর থেকেই টহলদারী শুরু হবে বলে জানিয়েছেন ক্যারেনবাওয়ার।

ওই সাক্ষাৎকারে তিনি বলেন, “ওই অঞ্চলে জার্মানির উপস্থিতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ওই অঞ্চলে আমাদের অবস্থানটা ঠিক কী, তা জেনে নেওয়াটাও জরুরি।”

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব কমাতেই কি এই তোড়জোড় শুরু করেছে জার্মানি? যদিও সে প্রসঙ্গ এড়িয়েই গিয়েছেন ক্যারেনবাওয়ার। তবে ওই অঞ্চলে যে নিরাপত্তা নিয়ে একটা উত্তেজনা তৈরী হচ্ছে সে কথা স্বীকার করেছেন তিনি। সেই সঙ্গে এটাও জানিয়েছেন যে, ওই অঞ্চলে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্কের উপর জোর দেওয়াই হবে জার্মানির লক্ষ্য।

ক্যারেনবাওয়ার পাশাপাশি এটাও মনে করিয়ে দিতে চেয়েছেন যে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গোটা বিশ্বের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে সরাসরি না বললেও ওই অঞ্চলে চীন যে বাড়তি প্রভাব বিস্তারের চেষ্টা করছে, সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি। (সূত্র: আনন্দ বাজার)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.