এবার থেকে রাজ্য সরকারি চিকিৎসকদের সপ্তাহে ৪০ ঘন্টা ডিউটি বাধ্যতামূলক

প্রতীকী ছবি
কলকাতা (ভারত) প্রতিনিধি: গত ৯ই মার্চ রাজ্য সরকার এক নির্দেশিকা বলে জানিয়েছে যে, এবার থেকে সমস্ত সরকারি চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা সরকারি স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে কমপক্ষে সপ্তাহে ৪০ ঘন্টা ডিউটি দিতে হবে।
সোমবার থেকে শনিবার স্লট বেসিসে এই ডিউটি দিতে হবে। কখনোই একসাথে পরপর তিনদিনে ডিউটি শেষ করে যেতে পারবেন না। রোস্টারে নির্দিষ্ট সময়ের বেসিসে সকল চিকিৎসককে ডিউটি দিতে হবে।
সবসময় একজন চিকিৎসক ইমার্জেন্সি সহ আউটডোর ও ইন্ডোর ডিউটি করবেন। দরকারে সময় বাড়িয়েও কাজ করতে হবে। চিকিৎসকেরা এক্ষেত্রে অসহযোগিতা করলে কিংবা নির্দেশ অমান্য করলে সিএমওএইচ-দের কড়া পদক্ষেপ নিতে বলা হয়েছে।
শুধু তাই নয় কোনও রোগীকে অন্যত্র রেফার করার সময় অন্তত দুই জন চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। এই নতুন নিয়ম আগামী সপ্তাহ থেকেই মানতে সংশ্লিষ্ট সকলকে বলা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.