ইউক্রেন ফেরত ছাত্রছাত্রীরা এদেশে সুযোগ পাবে পড়াশোনা শেষ করার

কলকাতা (ভারত) প্রতিনিধি: পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইউক্রেন ফেরত ছাত্রছাত্রীদের সাথে মিলিত হন।
তিনি ছাত্রছাত্রীদের আশ্বস্ত করে বলেন যে, যাঁরা ইতিমধ্যেই যুদ্ধবিধ্বস্ত কারণের জন্য পড়াশোনা অসমাপ্ত করে দেশে ফিরে এসেছেন তাঁদের এরাজ্যে পড়াশোনার ও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী সহ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, বেশকিছু সরকারি ও বেসরকারি ম্যাডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের আধিকারিকেরা।
এদিনের বৈঠকে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনিয় নির্দেশ দিয়ে বলেন, দ্রুততার সাথে জাতীয় স্বাস্থ্য কমিশনের সাথে যোগাযোগ করে পদক্ষেপ নেওয়ার। এদিনই মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে জরুরী তারবার্তা ও চিঠি লিখে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন।
রাজ্যের সহযোগিতা পেতে পড়ুয়াদের সরকারের ই-মেল অথবা 033-22140027 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.