এবার কি রাজীব ?

কলকাতা প্রতিনিধি: মেদিনীপুরের পর এবার কি হাওড়া? জানুয়ারীর শেষেই ফের তৃণমূলকে বড় ধাক্কা দিতে প্রস্তুতি নিচ্ছে বিজেপি?
গতকাল শুক্রবার দিল্লিতে রাজ্যের শীর্ষ তিন নেতার সঙ্গে অমিত শাহ, জে পি নাড্ডাদের জরুরী আলোচনার পর এমনই খবর উঠে আসছে বিজেপি সূত্রে ৷
গতকাল শুক্রবার দিলীপ ঘোষ, মুকুল রায় এবং অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বৈঠকে বসেন অমিত শাহ, জে পি নাড্ডা, বি এল সন্তোষের মতো নেতারা ৷
আগামী ৩০ এবং ৩১ জানুয়ারী রাজ্য সফরে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ সেই সফরের সময়ই হাওড়ায় বড় যোগদান মেলা করার পরিকল্পনা রয়েছে বিজেপি নেতৃত্বের৷ যেভাবে গত কয়েকদিন ধরে হাওড়ায় রাজীব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতার গলায় বিদ্রোহী সুর শোনা গিয়েছে, তাতে হাওড়ার এই সভা ঘিরে দুই দুইয়ে চার করছে রাজনৈতিক মহল ৷
হাওড়ার ডোমজুড়ের বিধায়ক এবং বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের বিচ্ছেদ সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ রাজীবও শুভেন্দুর পথেই হাঁটছেন বলে তাঁর গতিবিধি থেকে মনে করছে তৃণমূল নেতৃত্বও ৷
রাজীবের বিজেপি যোগের সম্ভাবনাও প্রবল বলে ইতিমধ্যে জল্পনা ছড়িয়েছে শুধু রাজীবই নন, সম্প্রতি মন্ত্রিত্ব এবং জেলা সভাপতির দায়িত্ব ছেড়েছেন লক্ষ্মীরতন শুক্লা ৷ হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী এবং বালির বিধায়ক বৈশালী ডালমিয়াও দলের একাংশের বিরুদ্ধে সরব হয়েছেন ৷
দলের উদ্বেগ বাড়িয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ও ৷
এই পরিস্থিতিতে হাওড়ায় বিজেপি-র যোগদান মেলা করার সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ ছেড়েছেন লক্ষ্মীরতন শুক্লা ৷
হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী এবং বালির বিধায়ক বৈশালী তবে গতকাল শুক্রবারের বৈঠক থেকে রাজ্যের নেতাদের স্পষ্ট করে দেওয়া হয়েছে, কোনও নেতা দলে এলেই তাঁকে টিকিট দেওয়া হবে না ৷
পাশাপাশি অন্য দল থেকেও নেতাদের নেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে ৷ তাঁর বিরুদ্ধে অতীতে কোনও অভিযোগ রয়েছে কি না, সেই বিষয়গুলিও খতিয়ে দেখেই যোগদানে ছাড়পত্র দেওয়া হবে বলে রাজ্যের নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.