একাত্তর

একাত্তর

কলমে: শুভজ্যোতি মন্ডল মানিক
ঘাতক ওরা পাক সেনানী,
জালিমেরই দোসর।
নির্বিচারে মানুষ মারে,
একাত্তরের বছর।
বাতাস জুড়ে লাশের গন্ধ,
মানুষের হাহাকার।
পাড়ায় পাড়ায় হল্লা দিয়ে,
পোড়ায় বাড়ি-ঘর।
নারী, শিশু পাইনি রেহাই,
লালসারই শিকার।
মানুষ নহে পশু ওরা,
জন্তু- জানোয়ার।
ন’মাস ধরে যুদ্ধ চলে,
জাগে গণকবর।
গনযুদ্ধে বাঙালির জয়,
গৌরব গাঁথা ১৬ ই ডিসেম্বর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.