একবার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনমত যাচাই করেন : দুলু

নাটোর প্রতিনিধি: বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেছেন যারা ক্ষমতায় আছেন তারা বলছেন, আপনারা যমুনা সেতু করেছেন, পদ্মা সেতু করেছেন, ৪ লেন রাস্তা করেছেন তাহলে একবার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনমত যাচাই করেন।
দুপুরে নাটোরের আলাইপুর কার্যালয়ে বিএনপির সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিলে দুলু আরো বলেন, জনগণই বিএনপির শক্তি আর আগামীতে দেশের মানুষের সমর্থন নিয়েই রাষ্ট্র ক্ষমতায় যাবে।
এতে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেত্রী ছাবিনা ইয়াসমিন ছবি, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর সদর উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
২০০৯ সালে বিএনপির নাটোর সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। পরে ২০২০ সালের ২০ ফেব্র“য়ারী পুরাতন কমিটি ভেঙ্গে আহবায়ক কমিটি গঠন করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.