এই ক্ষেপণাস্ত্র শত্রু’র দেহে কাঁপুনি সৃষ্টি করবে : ইরান

(এই ক্ষেপণাস্ত্র শত্রু’র দেহে কাঁপুনি সৃষ্টি করবে : ইরান–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নিজেদের সক্ষমতা জানান দিতে একের পর এক অত্যাধুনিক যুদ্ধের সরঞ্জাম আনছে ইরান। দেশটি এই যাত্রায় অত্যাধুনিক মিসাইল-লঞ্চার উদ্বোধন করেছে ইরান। যা কিনা স্বয়ংক্রিয় একটি ব্যবস্থা।

জানা গেছে, বিরতীহীনভাবে দূর পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা রয়েছে এই মিসাইস লঞ্চারের। বিষয়টি জানিয়েছেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি।

আজ বুধবার (০৪ নভেম্বর) এই ক্ষেপণাস্ত্র  সম্পর্কে বলেন,  ক্ষেপণাস্ত্র লঞ্চার ইরানের যুদ্ধের সক্ষমতাকে আরও বৃদ্ধি করেছে। এতে শত্রুদের দেহে কাঁপুনি সৃষ্টি করবে। দেশের এই ক্ষেপণাস্ত্র শক্তি শত্রুদের পরাজয়ের নিশ্চয়তা দেয়।

একদিকে ইরানের ইসলামি বিপ্লবের প্রভাব দিন দিন বাড়ছে, অন্যদিকে ইসলামের শত্রুরা ক্রমেই দুর্বল হচ্ছে। এটা ঠিক যে শত্রুদের হুমকি এখনও রয়ে গেছে। বলেছিলেন, আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.