হোয়াইট হাউস’র সামনে বিক্ষোভ শুরু, আটক-৩

(হোয়াইট হাউস’র সামনে বিক্ষোভ শুরু, আটক-৩–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউসের সামনে হাজারও বিক্ষোভকারী বিক্ষোভ করছে এবং ট্রাম্প জিতলে বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে।

নির্বাচনের দিন রাতে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েছেন হাজারও ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বিক্ষোভকারী। সেখান থেকে ৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে এনবিসি ওয়াশিংটন।

মার্কিন নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল পেতে এখনো সময় বাকি। তার পূর্বেই হোয়াইট হাউসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প পুন:নির্বাচিত হলে মাসব্যাপী এখানে অবস্থান করে বিক্ষোভ অব্যাহত রাখবেন তারা।

ইতোমধ্যেই হোয়াইট হাউসের বাহিরে ওয়াশিংটন ডিসির পুরো রাস্তা ঘিরে ফেলেছে পুলিশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদে সংঘর্ষও হয়েছে। বেশ কয়েকটি রাজ্যে এ বিক্ষোভ শুরুর আশঙ্কা করা হচ্ছে।

বিভিন্ন শহরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বিশ্ব।

ইতোমধ্যে বিভিন্ন রাজ্য থেকে ইলেকটোরাল ভোটের ফলাফল আসতে শুরু করেছে।

এখন পর্যন্ত ইলেক্টোরাল ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। (সূত্র: ওয়াশিংটন পোস্ট)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.