উ. কোরিয়া ফের পারমাণবিক চুল্লি চালু করেছে, ধারণা জাতিসংঘের

বিটিসি আন্তর্জাতিক ডেস্কউত্তর কোরিয়া তাদের ইয়ংবিয়ন পারমাণবিক চুল্লি আবার চালু করেছে বলে ধারণা করা হচ্ছে। এক রিপোর্টে একথা জানিয়েছে জাতিসংঘের এটমিক এজেন্সি।
আজ সোমবার (৩০ আগস্ট) এ তথ্য উল্লেখ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) ২০০৯ সালে বহিষ্কার করে উত্তর কোরিয়া। এরপর থেকে পরিস্থিতি মূল্যায়নের জন্য স্যাটেলাইট ছবির ওপর নির্ভর করে সংস্থাটি। তারা বলেছে, রিঅ্যাক্টর জুলাই মাস থেকে শীতল জল নিষ্কাশন করছে। এটি চালু হওয়ার ইঙ্গিত।
উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রয়েছে ৫ মেগাওয়াটের পারমাণবিক চুল্লির কমপ্লেক্স ইয়ংবিয়ন। ২০১৮ সালের ডিসেম্বরের পর এই প্রথম এটি চালু হওয়ার লক্ষণ দেখা গেল। বিশেষজ্ঞরা দূর থেকে এই কমপ্লেক্স পর্যবেক্ষণ করে এর অস্ত্র উৎপাদনের সক্ষমতা বোঝার চেষ্টা করছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.