উজিরপুরে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে উপজেলা পর্যায়ে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (০৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.বি.এম জাহিদ হোসেন, গুঠিয়া কলেজের অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে জুনিয়র গ্রুপ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করে সরকারি ডব্লিউ বি.ইউনিয়ন মডেল ইনস্টিটিউন, ২য় স্থান সামাদিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় স্থান নারায়নপুর পল্লী ইউনিয়ন ইনস্টিটিউশন।
সিনিয়র গ্রুপ উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করে সরকারি শেরে বাংলা কলেজ,২য় স্থান গুঠিয়া আইডিয়াল কলেজ ও তৃতীয় স্থান বড়াকোঠা ইউনিয়ন ডিগ্রি কলেজ। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.