উজিরপুরে সাবেক এমপি বীর মুক্তিযুদ্ধ আলহাজ্ব মনিরুল ইসলাম মনি এর গণসংযোগ

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলা ১ নং সাতলা ইউনিয়নের আওয়ামীলীগ কার্যালয় থেকে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দকে নিয়ে গণসংযোগ শুরু করেন।
৭ মে রবিবার বিকেল ৩টার সময় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় থেকে গণসংযোগ শুরু করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান খাইরুল বাশার লিটনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার, উপজেলা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদ হাওলাদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন বালী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রুহুল আমিন বালী, ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদকের ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম টুটুল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, সাধারণ সম্পাদক বাদশা বিশ্বাস, শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন বেপারী, সাধারণ সম্পাদক সজল হাওলাদার, কৃষক লীগের ইউনিয়ন সভাপতি আব্দুর রহিম পাইক, সাধারণ সম্পাদক সুজন মিয়া।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিলন হাওলাদার ও সাধারণ সম্পাদক সৈকত মন্ডল, এ সময় সাবেক সংসদের সাথে সফরসঙ্গী হিসেবে ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ রেজাউল করিম ও ওটরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন।
পরে তিনি বিকেলে ৫ টার সমায় হারতা ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনিয়ন চেয়ারম্যান অমল মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ডাঃ হরেন রায় ও অভিলাস হালদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি পরিমল সাহা, সাধারণ সম্পাদক কৃষ্ণকান্ত পান্ডে, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিপন রায় ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মাঝি, ছাত্রলীগ সভাপতি শ্যামল মজুমদার ও সাধারণ সম্পাদক নয়ন চক্রবর্তী , শ্রমিক লীগের সভাপতি শংকর হালদার ও সাধারণ সম্পাদক বিবেক বিশ্বাস। এ সময় তিনি নেতা কর্মীদের সাথে কুশল বিনিময় করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.