বাংলাদেশ ফ্যাক্ট-চেকিং নেটওর্য়াকের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক: গুজব ও ভুল তথ্য ছড়ানো বন্ধে সাংবাদিকদের পরস্পরকে সহায়তার উদ্দেশ্যে গঠন করা হয়েছে বাংলাদেশ ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্ক। শনিবার (৬ মে) রাজশাহীতে সাংবাদিকদের নিয়ে দুইদিন ব্যাপী অনুষ্টিত প্রশিক্ষন কর্মসূচীর শেষ দিনে এই ফেসবুকভিত্তিক নেটওয়ার্ক এর যাত্রা শুর হয়।
ইউরোপিয়ান ইউনিয়ন ও ইন্টারনিউজের সহায়তায় এই কর্মসূচী বাস্তবায়ন করে সিডি বাংলাদেশ।
এই কর্মসূচীর আয়োজকরা বলেন প্রাথমিকভাবে নেটওর্য়াকে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ২৪ জন সাংবাদিক যুক্ত হন। পরবর্তীতে দেশের ৬৪ জেলা থেকে সাড়ে ৭ শতাধিক সাংবাদিক এতে যুক্ত হন।
পাশাপাশি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালযের সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। যারা ভুল তথ্য শনাক্তে পরস্পরকে সহায়তা করবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসানইসালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.