উজিরপুরে মৎস্য চাষীদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্য চাষীদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস।
সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল,জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, বরিশাল সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা সনজিত সন্যামত, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী প্রমুখ।
সভায় বক্তারা মৎস্য চাষীদের দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের জন্য সকল মৎস্য চাষীদের আহব্বান জানান। এসময় উপজেলার শতাধিক মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.