উজিরপুরে ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াবা সহ গ্রেফতার হওয়ায় স্কুল বন্ধ ঘোষনা এলাকায় ক্ষোভ

উজিরপুর প্রতিনিধি:  উজিরপুর উপজেলার জেড.এ খান মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াবা সহ গ্রেফতার হওয়ায় স্কুল বন্ধ ঘোষনা করলেন শিক্ষকরা।

স্থানীয়রা জানান ২১ জুলাই আজ রবিবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল আউয়াল ম্যানেজিং কমিটির সভাপতি বরিশাল জেল খানায় দেখতে যাওয়ার জন্য ক্লাস চলাকালীন হঠাৎ বিদ্যালয় বন্ধ ঘোষনা করায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।

উল্লেখ্য:  ১৯ জুলাই রাত সাড়ে ১১টায় উজিরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের একটি বাড়ী থেকে ইয়াবা সেবন অবস্থায় ৫ পিচ ইয়াবা সহ উজিরপুর মডেল থানা পুলিশ গুঠিয়া ইউনিয়নের রৈভদ্রদী গ্রামের মৃত মুনসুর হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হোসেন হাওলাদার(৪৫) কে গ্রেফতার করে ২০ জুলাই তাকে জেল হাজতে প্রেরণ করে।

এব্যাপারে জেড.এ খান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আঃ আউয়াল জানান আমরা ঐভাবে স্কুল বন্ধ ঘোষনা করিনি। সকল শিক্ষকরা বিরতীহিনভাবে ৬টি ক্লাস শেষ করে বরিশালে জেল গেটে সভাপতিকে দেখতে যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল হক জানান আমরা বিষয়টি শুনেছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার জানান এই ধরনের ঘটনায় কোন ক্রমেই স্কুল বন্ধ ঘোষনা করতে পারেনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.