উজিরপুরে মেম্বার অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠিত

উজিরপুর প্রতিনিধি: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশনের ২৭ সদস্য বিশিষ্ট উজিরপুর উপজেলা কমিটি গঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে শিকারপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ আশ্রাব আলী রাড়ীর সভাপতিত্বে বক্তৃতা করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মুন্না।
আরো বক্তৃতা করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মান্নান হাওলাদার, আব্দুল্লাহ আল মামুন মল্লিক, কার্যকরী সদস্য মিজানুর রহমান সিকদার, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার প্রমূখ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সাতলা ইউনিয়ন পরিষদের মেম্বার কালাম বিশ্বাস, ওটরা ইউনিয়নের মোঃ জাকির হোসেন হাওলাদার, বামরাইল ইউনিয়নের মাইনুল ইসলাম তালুকদার, জল্লা ইউনিয়নের হরনাথ চৌধুরী, মনিকা বৈদ্য, গুঠিয়া ইউনিয়নের শহিদুল ইসলাম, বড়াকোঠা ইউনিয়নের ফারুক হোসেন মৃধাসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বাংলাশে ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশনের ১১ দফা দাবী উপস্থাপন করেন। এরমধ্যে সম্মানী ভাতা বৃদ্ধি করে ৩০ হাজারে উন্নীত করতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায় উৎসব ভাতা, চিকিৎসা ভাতা প্রদান, প্রতিটি ওয়ার্ডে অফিস ও জনবল নিয়োগ, শুল্কমুক্ত মোটরসাইকেল প্রদান, উপজেলা পরিষদে মাসিক সমন্বয় সভায় একজন পুরুষ ও একজন মহিলা মেম্বার উপস্থিতি নিশ্চিতকরণ, তদন্ত ছাড়াই মেম্বারদের বিরুদ্ধে গ্রেফতার বা মামলা না নেওয়া, সরকারি নিয়মমত ছুটির বিধান, টিএ,ডিএ প্রদান, স্টান্ডিং কমিটির দায়িত্বপ্রাপ্ত মেম্বারদের সম্মানীভাতা ও সভা খরচসহ ১১ দফা দাবী পেশ করেন।
এ সময় বক্তারা আরো বলেন, মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে মেম্বারদের বেতনভাতা কিছুটা বৃদ্ধি করলেও তা বর্তমান প্রেক্ষাপটে অতি নগন্য। স্থানীয় সরকারের উন্নয়ন ও সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার হাতিয়ার হচ্ছে মেম্বাররা।
এদেরকে অবহেলিত রাখলে দেশ ও জাতি অবহেলিত হবে। এ সময় আশ্রাব হোসেন রাড়ীকে আহবায়ক, যুগ্ম আহবায়ক জাকির হোসেন হাওলাদার, কালাম বিশ্বাস, মাইনুল হোসেন তালুকদার, হরনাথ চৌধুরী, শহিদুল ইসলাম, ফারুক হোসেন মৃধা, মাসুম মোল্লা, জামাল মুন্সিসহ ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.