শিবগঞ্জে সিআইজি মৎস্যচাষীদের মাঝে পিকআপ ভ্যান বিতরণ

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কমন ইন্টারেস্ট গ্রুপ-সিআইজি মৎস্য সমবায় সমিতি লিমিটেডের মাঝে দুটি পিকআপ ভ্যান বিতরণ করা হয়েছে।
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফ্রেজ-২ প্রকল্পের আওতায় মাছ পরিবহনের জন্য শনিবার দুপুরে মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে ২৬ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে উপজেলা পরিষদ চত্বরে এসব পিকআপ ভ্যানের চাবি তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
এসময় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক, প্রকল্প পরিচালক এসএম মনিরুজ্জামান, প্রাণিসম্পদ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. নজরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। মতবিনিময় শেষে মৎস্যচাষীদের মাঝে পিকআপ ভ্যান বিতরন করেন প্রধান অতিথি।
পরে উপজেলার পুখুরিয়া মৎস্য অভয়াশ্রমে মাছ চাষ পরিদর্শন করেন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.