উজিরপুরে মা ইলিশ নিধন রক্ষায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি:  উজিরপুর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মা ইলিশ নিধন রক্ষায় জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা বাজারস্থ এস.এম জামাল হোসেনের বাসভবনে সভায় পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস,এম জামাল হোসেন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, এ ছাড়া বক্তৃতা করেন কাউন্সিলর রিপন মোল্লা, বাবুল সিকদার, পৌর শ্রমিকলীগের সভাপতি মোঃ শাহে আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান নয়ন।

আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতশত জেলে। সভায় প্রধান অতিথি ও সভাপতি ৯ অক্টোবর হতে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় বন্ধে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.