উজিরপুরে মাদ্রাসার ছাত্রীর বাল্য বিয়ে পড়ালেন ভূয়া কাজী

প্রতীকী ছবি
উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুরে ১০ম শ্রেনির মাদ্রাসার ছাত্রীর বাল্য বিয়ে পড়ালেন ভূয়া কাজী বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় শোলক ইউনিয়নের ধামুরা বন্দরের ইসলামী হারবাল ফার্মেসির মালিক মাহমুদুল হাসান ভূয়া কাজী সেজে ৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে মধ্য ধামুরা গ্ৰামের জাকির বেপারীর মেয়ে জাকিয়া আক্তার ১০ম শ্রেনিতে পরুয়া মাদ্রাসার ছাত্রীর বাল্য বিয়ে পড়ান।
সুত্রে জানা যায় বাল্য বিয়ের প্রতিবাদ করাকে কেন্দ্র করে ১৪ নভেম্বর সোমবার দুপুরে ধামুরা বন্দরে ওই এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে আরিফ মিয়ার সাথে ছাত্রীর পিতা জাকির বেপারীর সাথে হাতাহাতির ঘটনা সংঘটিত হয়। জানা যায় গত বুধবার দুপুরে উত্তর ধামুরা গ্ৰামের আক্কাস আলী কবিরাজের ছেলে মামুন কবিরাজের সাথে বাল্য বিয়ে পড়ালেন তিনি।
এ ব্যাপারে ছাত্রীর মাতা খাদিজা বেগম বাল্য বিয়ের কথা অকপটে স্বীকার করে বলেন মাহমুদুল হাসান বিয়ে পড়িয়েছেন। অভিযুক্ত ঔষধ ব্যবসায়ী মাহমুদুল হাসান বিষয়টি এড়িয়ে যান। শোলক ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার মোঃ নুরুল আমিন সোহেল জানান আমি ওই ছাত্রীর পরিবারের কাছে খোঁজ খবর নিয়ে জানতে পারি অন্যায় ভাবে তাদেরকে ধোঁকা দিয়ে ৫ হাজার টাকা নিয়ে সে বাল্য বিয়ে পড়িয়েছেন।
তিনি আরো বলেন ওই প্রতারক,ভূয়া কাজীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত ভাবে অভিযোগ দায়ের করা হবে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান বিটিসি নিউজকে জানান, সত্যতা পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হবে। এদিকে বাল্য বিয়ে প্রতিরোধের লক্ষ্যে ওই ভূয়া কাজীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.