উজিরপুরে প্রভাবশালীদের হামলায় আহত গ্রাম পুলিশ ও তার স্ত্রী

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দফায় দফায় হামলা চালিয়ে গ্রাম পুলিশ ও তার স্ত্রীকে গুরুত্বর আহত করেছে প্রতিপক্ষ প্রভাবশালীরা।

এ ঘটনায় উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সূত্রে জানা যায় উপজেলার গুঠিয়া ইউনিয়নের তেরদ্রোন গ্রামের গ্রাম পুলিশ আমির হোসেন হাওলাদার(৪৫) কে গতকাল সোমবার দুপুর দেড়টায় গুঠিয়া বাজারের মধ্যে তার ভাই ভূমিদস্যু প্রবাসী দেলোয়ার হোসেন হাওলাদার ও আনোয়ার হোসেন হাওলাদার মিলে অতর্কিত হামলা চালায়।

এরপর বাড়ীতে গিয়ে পুনঃরায় হামলা চালিয়ে তার স্ত্রী নুরজাহান বেগম(৩৫) কে গুরুত্বর আহত করে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত গ্রাম পুলিশ আমির হোসেন বিটিসি নিউজকে জানান আমার ভাইয়েরা প্রভাবশালী হওয়ায় আমাদের উপর প্রায়ই হামলা চালায় এবং আমাদের ভোগদখলীয় জমি থেকে উৎখাতের পায়তারা চালায়।

অভিযুক্ত দেলোয়ার হোসেন এর সাথে যোগাযোগ করতে চাইলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল বিটিসি নিউজকে জানান লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.