উজিরপুরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন নির্বাহী অফিসার মাসুমা আক্তার

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে জেএসসি, জেডিসি ও ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার। আজ শনিবার (২ নভেম্বর) সারা দেশের ন্যায় উজিরপুরে বাংলা প্রথম পত্র পরীক্ষা অবাধ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে অনুপস্থিতির সংখ্যাও কম নয়।

এ উপজেলায় মোট পরীক্ষার্থী ৪৯২২ জন। এর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ১৫১ জন। জেএসসি ৬টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪৩৬৬ জন। অনুপস্থিত ৯০ জন। জেডিসি ২টি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪২৯ জন।

অনুপস্থিত ৩৪ জন। নবম শ্রেণির সমাপনী পরীক্ষা (ভোকেশনাল) একটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১২৭ জন। এর মধ্যে অনুপস্থিত ২৭ জন। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকল পরীক্ষাকেন্দ্র সিসি ক্যামেরার অন্তর্ভূক্ত করেছেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের জানান, সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কোন কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.