উজিরপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে ব্যাপক আয়োজনে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদের সভাকক্ষের সামনে শেষ হয়।

পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস.এম জামাল হোসেন।

আরো বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুব উল্লাহ মজুমদার, উপজেলা সমবায় কর্মকর্তা আঃ মজিদ সরদার, সাবেক সমবায় কর্মকর্তা মোঃ হেমায়েত উদ্দিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন সবুজ, প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার প্রমূখ।

এবারের প্রতিপাদ্য বিষয় ‘‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’’-এ নিয়ে বক্তারা ব্যাপক আলোকপাত করেন।

এ সময় প্রধান অতিথি আঃ মজিদ সিকদার বাচ্চু  বলেন, দশে মিলে করি কাজ, হারিজিতি নাহি লাজ। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে এগিয়ে আসার আহবান জানান এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.