উজিরপুরে দলিলকৃত জমিতে ৫০ বছরেও ভোগদখলে যেতে পারছেনা অসহায় রিক্সা চালকের পরিবার

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে অসহায় রিক্সা চালক পরিবারের কাছে বিক্রিত জমি ৫০ বছর অতিবাহিত হলেও ভোগদখল দিচ্ছেনা জমির দাতা প্রভাবশালী ভূমিদস্যুরা বলে অভিযোগ পাওয়া গেছে। শেষ সম্বল দলিলকৃত ভিটে-মাটির জমি হারিয়ে পথের ভিখারী হওয়ার আশঙ্কায় জমির দাতা অসহায় পরিবার দিশেহারা হয়ে পরেছে।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা গ্রামের অসহায় বৃদ্ধা মোঃ হাকিম কারিকর (৬৫) এর নিকট একই গ্রামের শাহাদাত হোসেন কারিকর খোলনা মৌজায় এস,এ ৩৪ নং খতিয়ানে ৩৪৪ ও ৩৪৫ নং দাগে আড়াই শতাংশ জমি সাব কবলা দলিল লিখে দেয়। যাহার দলিল নং ৩১১২।

ওই জমি বিক্রি করার পরেও প্রভাবশালী ভূমিদস্যু শাহাদাত হোসেন কারিকর ও তার ছেলে নাঈম হোসেন কারিকর ক্ষমতার দাপটে ভোগদখল যেতে দিচ্ছেনা অসহায় পরিবারকে। জানা যায় হাকিম কারিকর বর্তমানে অসুস্থ্য হয়ে বিছানায় কাতরাচ্ছে। বৃদ্ধার ছেলে হানিফ কারিকর(৪০) রিক্সা চালিয়ে কোনরকম পরিবারের সদস্যদের জন্য দুমুঠো আহার যুগিয়ে থাকে।

একমাত্র আয়ের উৎস পায়ে ঠেলা একটি রিক্সা। এমনকী নিজের বাড়ীর তৈরি করার জমি ক্রয় করা থাকলেও ওই ভূমিদস্যুদের কারণে তাদেরকে অন্যের দয়ায় আশ্রয় নিতে হয়েছে। জীবনের শেষ মুহুর্তে নিজের ক্রয়কৃত জমিতে একটু মাথা গোজার ঠাই মিলাতে আকুতি করছে বৃদ্ধা। ওই ভূমিদস্যুদের কবল থেকে রেহাই পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন অসহায় রিক্সা চালকের পরিবার।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.