উজিরপুরে করোনা যোদ্ধা ডাঃ শওকত আলী নিজেই করোনায় আক্রান্ত

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ২ বছর ধরে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকতা ডাঃ শওকত আলী করোনার সাথে যুদ্ধ করে অবশেষে নিজেই করোনায় আক্রান্ত হলেন। করোনা ভাইরাসের উপসর্গ থাকার সন্দেহ হওয়ায় গত ১৮ জুন করোনা পরিক্ষার জন্য তিনি স্যাম্পল দেন।
গত ২১ জুন রিপোর্টে তার শরীরে করোনা পজিটিভ হয় বলে তিনি জানান। উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী ও তার স্ত্রী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাদিয়া পারভীন দুজনে মিলে মহামারী করোনা মোকাবেলায় জীবন বাজি রেখে প্রায় ২ বছর ধরে মানুষের সেবায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
মানব সেবায় ওই চিকিৎসক দম্পত্তির কোন তুলনা হয়না। বর্তমানে ডাঃ শওকত আলী নিজ বাড়ীতে চিকিৎসাধীণ রয়েছেণ। তবে পরিবারের কোন সদস্য করোনায় আক্রান্ত হয়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.