উজিরপুরে করোনার টিকা গ্রহন করলেন পৌর মেয়র

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে করোনার টিকা গ্রহন করেছেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী।
আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী।
এছাড়া একই সময়ে টিকা গ্রহণ করলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাদ, দপ্তর সম্পাদক উত্তম কুমার হাওলাদার, যুবলীগ নেতা আজিজ সিকদার, শিকারপুর ইউপি চেয়ারম্যান মোঃ ছরোয়ার হোসেন, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন মোল্লা, সাংবাদিক কল্যান কুমার চন্দ সহ অনেকে।
এব্যাপারে পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী জানান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্ঠায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত বিশ্বের সবচেয়ে উন্নত ও দামী করোনার টিকা বাংলাদেশে বিনামূল্যে প্রদান করা হয়েছে, এটি প্রধানমন্ত্রীর উপহার।
একটি মহল করোনার টিকা নিয়ে অপ-প্রচার চালাচ্ছে। তাদের ভুল ধারনাকে ভেঙে দিতে আওয়ামীলীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে করোনার টিকা গ্রহণ করলাম। পর্যায়ক্রমে সকল শ্রেণি পেশার মানুষ এ টিকা গ্রহণ করতে পারবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.