উজিরপুরে একই বাড়ীতে ১৮ জন ডায়রিয়া রোগে আক্রান্ত, ২ জনের মৃত্যু

 

উজিরপুর প্রতিনিধি:  বরিশালের উজিরপুরে একই বাড়ীতে ১৮জন ডায়রিয়া রোগে আক্রান্ত। ২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

উপজেলার গুঠিয়া ইউনিয়নের দোসতিনা গ্রামের হাবিবুর রহমান তালুকদার(৬০) ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টায় শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।

১৯ সেপ্টেম্বর ওই বাড়ীর ফজলুল হক তালুকদার রাত ২টায় শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এছাড়া ১৯ সেপ্টেম্বর থেকে একই বাড়ীর মৃত সামছুল হক তালুকদারের স্ত্রী ঝর্ণা বেগম(৬৫), আলমগীর হোসেন তালুকদার(৬০) ও তার স্ত্রী মনোয়ারা বেগম(৪৫), রুমা বেগম (৩৮) বরিশাল সদর হাসপাতালে ভর্তি হন।

৪ বছরের শিশু নাদিয়া বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পারভীন বেগম (৩৮), মনির হাওলাদার(৩৫) ডাইরিয়ায় আক্রান্ত হয়ে বানারীপাড়া হাসপাতালে ভর্তি হন। সুলতানা বেগম(৩০), হিরু তালুকদার (৫০), নাবিলা(১৮), আশা(১৪), আফিয়া (৫), সাজিন (১১), মিলন (৩০), ময়না(৫০) সহ বর্তমানে আরো কয়েকজন বাড়ীতে প্রাথমিক চিকিৎসাধীন রয়েছে। তবে কী কারনে তাদের ডায়রিয়া হয়েছে কেহই বলতে পারছেন না।

তারা সকলেই গভীর নলকূপের পানি পান করছেন এবং পুকুরে গোসল সহ থালাবাসন ধৌত করার কাজ করছেন বলে তারা জানান।

উজিরপুরে স্বামীর বাড়ীতে চিকিৎসাধীন সুলতানা বেগম বিটিসি নিউজকে জানান বাবার বাড়ীতে বেড়াতে গিয়ে বাড়ীর কয়েকজন ডায়রিয়ায় আক্রান্ত হলে আমি স্বামীর বাড়ীতে চলে আসলেও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ডা. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বিটিসি নিউজকে বলেন, ওই এলাকার কয়েকটি বাড়ীতে ডাইরিয়ার প্রকোপ দেখা দেয়।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এ.কে.এম শামসউদ্দিন বিটিসি নিউজকে জানান, উজিরপুর হাসপাতালে কোন রোগী না আসায় বিষয়টি আমাদের নজরে আসেনি।

এ ব্যাপারে বরিশালের সিভিল সার্জন মোঃ মনোয়ার হোসেন বিটিসি নিউজকে জানান বিষয়টি সম্পর্কে আমাদের জানা নেই তবে আমরা দ্রুত খোঁজ খবর নিচ্ছি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.