ই-পাসপোর্ট ডিসেম্বরে চালু হচ্ছে : অর্থমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: ডিসেম্বরেই চালু হচ্ছে ই-পাসপোর্ট। এটি বাস্তবায়নে জার্মানির যে কোম্পানী কাজ করছে তারা ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে পারবে। তারপর তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। বললেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরে ই-পাসপোর্ট চালু হতে যাচ্ছে। কারণ জার্মানির যে কোম্পানি এনিয়ে কাজ করছে তারা ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে পারবে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।

২০১৮ সালের ১৯ জুলাই ঢাকায় জার্মানির সরকারী প্রতিষ্ঠান ভেরিডোস জেএমবিএইচের সঙ্গে ডিআইপির ই-পাসপোর্ট সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। ওই বছরের ডিসেম্বরেই অত্যাধুনিক এ পাসপোর্ট গ্রাহকের হাতে তুলে দেয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতার কারণ দেখিয়ে তার তারিখ কয়েকবার পেছানো হয়।

পৃথিবীতে বর্তমানে ১১৯ দেশের নাগরিকরা ই-পাসপোর্ট ব্যবহার করেন। এবার ওই দেশগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশেরও।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.