উজিরপুরের হারতায় রয়েল সিটি হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরের হারতায় বরিশাল রয়েল সিটি হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার (১১ অক্টোবর) হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সকালে এ ক্যাম্পের উদ্বোধন করেন রয়েল সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, দৈনিক কির্ত্তন খোলা পত্রিকার যুগ্ম সম্পাদক ও বিডি বুলেটিং নিউজ পোটালের প্রকাশক ও সম্পাদক কাজী আফরোজ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল রিপোটার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক বাপ্পী মজুমদার, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি এবং বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার, হারতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুনিল কুমার বিশ্বাস প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন প্রকার রক্ত পরীক্ষা, প্রেসার, ওজন মাপা সহ বিভিন্ন মেডিকেল সেবা প্রদান করা হয়েছে।

এ সময় সাতলা, হারতা, ওটরা থেকে বিভিন্ন অসহায় সুবিধা বঞ্চিত রোগীরা তাদের চিকিৎসা সেবা নিতে পেরে আনন্দিত হয়েছে। রোগী ঝর্ণা রানী, সঞ্জয় হালদার জানান বড় বড় ডাক্তারা আমাদের এলাকায় এসে চিকিৎসা সেবা প্রদান করছেন বলে আমরা অত্যন্ত খুশি। কেননা দূর দুরান্তে গিয়ে আমাদের ডাক্তার দেখাতে অনেক খরচ হয়।

মাঝে মধ্যে এভাবে এলাকায় এসে ফ্রি চিকিৎসা পেলে আমরা কৃতজ্ঞ হব।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.