উজিরপুরের সাতলা উপ-নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী লিটন বিজয়ী

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিপুল ভোটে খায়রুল বাশার লিটন বিজয়ী হয়েছে।

উপজেলা রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলীমদ্দিন জানিয়েছেন আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাদ শান্তিপূর্নভাবে নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকে প্রার্থী খায়রুল বাশার লিটন ১২ হাজার ৫শত ৩৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদন্ধি সতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন সোহাগ মোল্লা আনারস প্রতীকে পেয়েছেন ৬শত ৬৯ ভোট, অপর সতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান বিশ্বাস ঘোরা প্রতিকে পেয়েছেন ৩শত ২৭ ভোট। তবে বিএনপি সহ অন্য কোন রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচনে প্রতিদন্ধিতা করেনি।

নির্বাচনে প্রতি কেন্দ্রে পুলিশের এস,আই সহ ৮ জন সদস্য, ১৭ জন আনসার সদস্য, ৯টি কেন্দ্রে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাচন কর্মকর্তা, ৬টি স্টাইকিং ফোর্স, ১ প্লাটন বিজিবি, ২টি র‌্যাব এর টিম, ডিবি, ডিএসবি, এন.এস.আই, ডিজিএফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।

ওই ইউনিয়নের চেয়ারম্যান আঃ খালেক আজাদের মৃত্যু হওয়ায় পদটি শূন্য ঘোষনা করা হয়। আওয়ামীলীগের প্রার্থী খায়রুল বাশার লিটন সকাল ৯টায় ৮ নং ওয়ার্ডের পূর্ব সাতলা প্রাঃ বিদ্যালয়ে তার ভোট প্রদান করেন।

ওই ইউনিয়নে মোট ২০ হাজার নয়শত ৬৩ ভোট এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৯ শত ৮২, মহিলা ভোটার ৯ হাজার ৯শত ৮১ জন। মোট ভোটার কাষ্ট হয়েছে ১৩ হাজার ৫শত ৩১ ভোট।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.