রাজশাহীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ হেরোইন সহ আটক-১

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগর এলাকায় মাদক মুক্ত ও চোরাচালান নির্মূল করার লক্ষ্যে পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে অদ্য ২০/১০/২০২০ খ্রিঃ জনাব ফারজিনা নাসরিন, সহকারী পুলিশ কমিশনার, আরএমপি, রাজশাহী এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ আঃ মতিন, এসআই/মোঃ মোস্তাফিজার রহমান, এএসআই/মোঃ নাজমুল হক, এএসআই/রানা আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ সহ বোয়ালিয়া মডেল থানাধীন গৌরহাঙ্গা মোড়স্থ সোহাগ ফলের দোকানের সামনে পাকা রাস্তার উপর হ’তে ২০/১০/২০২০ খ্রিঃ সকাল ০৭.১৫ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী ১। মোঃ ইসমাঈল হোসেন (৩০), পিতা-মোঃ সাহাবুদ্দীন ইসলাম @ মন্টু, মাতা- তুয়ারা বেগম, সাং-উজানপাড়া (মাটিকাটা কলেজ সংলগ্ন), থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে একটি খাঁকী খামে রক্ষিত সাদা পলিথিনে ইনটেক ৩ (তিন) টি প্যাকেটে প্রতিটি প্যাকেটের ওজন ১০০ গ্রাম করে মোট ৩০০ (তিনশত) গ্রাম হেরোইন সহ আটক করে।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে ৩,০০০/-(তিন হাজার) টাকার বিনিময়ে জব্দকৃত হেরোইনগুলো গোদাগাড়ী থেকে নিয়ে রাজশাহীর বাসস্ট্যান্ড এ নিয়ে আসছিল।

আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদ প্রেরক রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.