উজিরপুরের সাতলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল, সংঘর্ষের আশঙ্কা

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরের সাতলায় ভূমিদস্যুদের কবল থেকে সরকারি ব্রীজের এ্যাপ্রোস দখলমুক্ত রাখার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
১৬ আগষ্ট মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় সাতলা ব্রীজ সংলগ্ন একতা বাজারে মোস্তাফিজুর রহমান হাওলাদার ওরফে চাপলিশের নেতৃত্বে প্রায় দুই শতাধিক লোকজন ভূমিদস্যু মোতালেব বিশ্বাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে।
এ সময় উপস্থিত ছিলেন রিন্টু হাওলাদার, মাসুদ হাওলাদার, বাজার কমিটির সাধারণ সম্পাদক আলম হাওলাদার, ব্যবসায়ী মোঃ সজল হাওলাদার, হারুন মোল্লা, ডাঃ টিপু হাওলাদার, তরিক হাওলাদার, সাবেক ইউপি সদস্য সুলতান হাওলাদার, এনামুল হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হাওলাদার, স্থানীয় শাহজাহান বালীসহ দুই শতাধিক লোকজন।
সূত্রে জানা যায়, সাতলার আলামদি মৌজায় ১৮৬ নং খতিয়ানে ৪১ শতাংশ জমি মোস্তাফিজুর রহমান হাওলাদার গং, রিন্টু হাওলাদার গং, মাসুদ হাওলাদার গংদের নিকট থেকে ব্রীজ নির্মাণকালীন সময়ে সরকার জমি অধিগ্রহন করে। অধিগ্রহনকৃত জমি ছাড়াও অবশিষ্ট জমি ওই মালিকদের রয়েছে।
উক্ত ব্রীজের এ্যাপ্রোসের জমিতে জোর পূর্বক ক্ষমতার দাপটে ভ‚মিদস্যু মোতালেব বিশ্বাস বালু ভরাট করে দোকানঘর নির্মাণ কার্যক্রম শুরু করছে। এতে অধিগ্রহনকৃত পূর্ব জমির মালিকরা অসহায় হয়ে পড়েছে। তাদের অবশিষ্ট জমি থাকার পরেও তারা কোন দোকানঘর নির্মাণ করেননি। কিন্তু ওই এলাকার চিহ্নিত ভূমিদস্যু মোতালেব বিশ্বাস একের পর এক অন্যের জমি দখল করে যাচ্ছে।
এ ব্যাপারে অভিযুক্ত মোতালেব বিশ্বাসের ছেলে মোঃ মনিরুজ্জামান বিশ্বাস বিটিসি নিউজকে জানান, আমাদের রেকর্ডীয় জমি এবং আদালতের মামলার রায় আমাদের পক্ষে হওয়ায় দোকানঘর নির্মাণ করছি।
একতা বাজার কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার বিটিসি নিউজকে জানান, সরকারি জমি ও রাস্তা দখল করে একাধিক দোকানঘর নির্মাণ করেছে মোতালেব বিশ্বাস। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। তবে বিষয়টি নিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন বিটিসি নিউজকে জানান, আইনকে হাতে তুলে নেয়া হলে কাউকে ছাড় দেয়া হবে না।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.