উজিরপুরের কালিহাতায় ফের বেপরোয়া মাদক ব্যবসায়ী, জুয়াড়ী ও চোরচক্ররা

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরের কালিহাতায় ফের বেপরোয়া মাদক ব্যবসায়ী, জুয়াড়ী ও চোরচক্ররা, আতঙ্কে এলাকাবাসী। প্রতিদিন সন্ধ্যা ঘনিয়ে এলে উপজেলার বিভিন্ন এলাকায় চলছে মাদকের রমরমা ব্যবসা ও মাদক সেবিদের আড্ডা প্রায়ই ঘটছে চুরির ঘটনা।

একটি সূত্রে জানা যায় বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামে বিভিন্ন নির্জন স্থানে স্কুল মাঠ প্রাঙ্গনে প্রতিদিন বখাটে ও মাদক সেবীরা আড্ডা জমায়।

স্থানীয়রা জানান প্রতিদিন রাতে বহিরাগতরা মোটর সাইকেল যোগে এসে হুট করে থামিয়ে মাদক সেবীদের কাছে মাদক বিক্রি করে দ্রুত চলে যায়। বিভিন্ন পরিত্যাক্ত ঘরে জুয়ার আসর বসায়। এমনকী বর্তমানে ভিন্ন পন্থায় চলছে নানাবিধ জুয়া।

এর মধ্যে টেলিভিশনের পর্দায় ক্রিকেট খেলা দেখার নামে কালিহাতা গ্রামের বিভিন্ন মুদি ও চায়ের দোকানে কিশোর বয়সী ছেলেরা জুয়া খেলার আসরে মেতে উঠেছে। এমনকী লাছা তাস খেলার নামে চলছে লক্ষ লক্ষ টাকার জুয়া।

ইতিপূর্বে কালিহাতা এলাকা থেকে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী ও সেবীদের গ্রেফতার করার পরে এলাকা কিছুটা শান্ত হলেও বর্তমানে ফের বেপরোয়া হয়ে উঠেছে মাদক সেবী ও ব্যবসায়ীরা। প্রায়ই ঘটছে চুরির ঘটনা।

চুরি, ডাকাতি, জুয়া ও মাদক মুক্ত রাখতে পুলিশের উর্দ্ধোতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন কালিহাতাবাসী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.