উখিয়ায় ৫ কোটি টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় ১ লাখ ৬৯ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবাসহ সাদেক হোসেন (২৫) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ। জব্দ করা এসব ইয়াবার বাজারমূল্য পাঁচ কোটি টাকার ওপরে।
আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮।
এর আগে গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের একটি ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। আটক সাদেক হোসেন এফসিএন-২৯৬৪৭২, ব্লক- জি/১৬, ক্যাম্প-১০-এর বাসিন্দা। তিনি মীর আহমেদের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-১০-এর জি/১৬ ব্লকে সাদেক হোসেনের বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ লাখ ৬৯ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ এফডিএমএন সদস্য সাদেক হোসেনকে আটক করা হয়। জব্দ হওয়া ইয়াবাগুলোর বাজারমূল্য ৫ কোটি ৭ লাখ টাকা।
জব্দ মাদকসহ রোহিঙ্গ যুবকের বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.