উখিয়া ক্যাম্পে অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি: উখিয়ার ক্যাম্পে অভিযান চালিয়ে রোহিঙ্গা এক যুবককে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্যাম্প-৮ ওয়েস্টে এ অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।
গ্রেফতার মোহাম্মদ জুনায়েদ (১৯) ক্যাম্প-৮ ওয়েস্ট এর আই-১৮ ব্লকের আব্দুর রহমানের ছেলে।
১৪ এপিবিএন অধিনায়ক মো. ইকবাল বিটিসি নিউজকে বলেন, গোপন সংবাদের খবরে শনিবার সন্ধ্যায় ওই ক্যাম্পে অভিযান চালানো হয়। অভিযানে জুনায়েদকে গ্রেফতারের পর তল্লাশি করে একটি ওয়ান শুটারগান, ৭টি রিভলবারের গুলি, ৪টি শটগানের কার্তুজ, ১৩টি ফায়ারকৃত রাইফেলের গুলি, ১৯টি রাইফেলের গুলির খোসা উদ্ধার করা হয়।
গ্রেফতার রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে উল্লেখ করেন অতিরিক্ত ডিআইজি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.